আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ২:০৩

মধুপুরে ১৫ টন কাঁচা রাবার উদ্ধার

 

দৃষ্টি নিউজ:

ছবি সংগ্রহ

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে অভিযান চালিয়ে ১৫ টন চোরাই কাঁচা রাবার উদ্ধার করেছে টাঙ্গাইল উত্তরের গোয়েন্দা পুলিশ(ডিবি)। বুধবার(১৫ জানুয়ারি) ভোরে মধুপুর বনের টাঙ্গাইল-জামালপুর সীমান্তবর্তী এলাকা ধরাটি গ্রামে অভিযান চালিয়ে ওই চোরাই রাবার উদ্ধার করা হয়।

টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের(উত্তর) অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান, টাঙ্গাইল ডিবি’র এসআই নুরুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার চাঁদপুর রাবার বাগানের ধরাটি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা চাঁদনী পরিবহণ নামে একটি ট্রাকে ১৫ টন কাঁচা রাবার ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করে ডিবি পুলিশ।

চাঁদপুর রাবার বাগানের জেনারেল ম্যানেজার তারিক আজাদ ও ম্যানেজার বিশ্বজিৎ সেনগুপ্ত জানান, বাগানের সংগ্রহ করা এ রাবার পাঁচারের সময় উদ্ধার করা হয়েছে। এর বাজার মূল্য প্রতিকেজি ৫-৭ টাকা কেজি উল্লেখ করা হয়েছে। রাবার বাগান সংশ্লিষ্ট একটি সূত্র উদ্ধার হওয়া ওই রাবারের মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা বলে জানিয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno