আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৭:১৩

মির্জাপুরে নদীতীর কেটে বিক্রির দায়ে জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে নদীতীর কেটে বালু (ভিটবালু) বিক্রির দায়ে দুই বালু ব্যবসায়ীকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৮ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার গোড়াইল ও ইচাইল এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডিতরা হচ্ছেন- উপজেলার গোড়াইল গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে আলমগীর মৃধা(৫০) ও একই উপজেলার যুগী গ্রামের সফিকুল ইসলামের ছেলে ইউসুফ মিয়া(২৭)।


মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, আলমগীর মৃধা বংশাই নদীর গোড়াইল এবং ইউসুফ মিয়া লৌহজং নদীর ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল এলাকা থেকে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে তীরের মাটি কেটে বিক্রি করছিলেন।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালতে অভিযান করে ওই দুই জনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno