আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৪:৩০

মির্জাপুরে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর আনসার সদস্যের মরদেহ উদ্ধার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ৩৩ ঘণ্টা পর সোমবার(২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে আনসার সদস্য সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মির্জাপুর উপজেলা সদরের লৌহজং নদীর পাহাড়পুর সেতুর কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আনসার সদস্য সাইফুল ইসলাম(৩৪) নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মধ্য ডুমুরপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।


এর আগে রোববার(২২ অক্টোবর) ভোর ৪টার দিকে ডিঙি নৌকায় লৌহজং নদী পার হওয়ার সময় সাইফুল ইসলাম পানিতে পড়ে নিখোঁজ হন। টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের সদস্যরা দীর্ঘ চেষ্টার পর সোমবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে।


স্থানীয়রা জানায়, রোববার রাতে সাইফুল ইসলাম মির্জাপুর গ্রামে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা ম-পে দায়িত্ব পালন শেষে ভোরে ডিঙি নৌকায় লৌহজং নদী পার হওয়ায় সময় পানিতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের চার সদস্য ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়।

তারা ১০ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়েও নিখোঁজ আনসার সদস্যের খোঁজ পেতে ব্যর্থ হয়ে উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়। পরে আবার উদ্ধার তৎপরতা চালিয়ে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়।


কুমুদিনী হাসপাতালের আনসার বাহিনীর কমান্ডার মো. শফিকুল ইসলাম জানান, গত ১০ জানুয়ারি সাইফুল ইসলাম কুমুদিনী কমপ্লেক্সে আনসার সদস্য হিসেবে যোগদান করেন।


মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল চেষ্টা চালিয়ে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর সাইফুলের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।


মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন জানান, টাঙ্গাইল জেলা আনসার বাহিনীর কমান্ড্যান্ট এসে মরদেহ গ্রহণ করেছেন। তাদের বাহিনীর নিয়ম অনুযায়ী তারাই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno