আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১০:১৯

রাজাবাড়ী অনার্স অ্যাসোসিয়েশনের যুগপূর্তি অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

dristy.tv pic-34টাঙ্গাইলের কালিহাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রাজাবাড়ী অনার্র্স অ্যাসোসিয়েশনের এক যুগপূর্তি উৎসব শুক্রবার(৩১ মার্চ) এলেঙ্গা রিসোর্টের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নবীন সদস্যদের বরণ ও বার্ষিক বৃত্তি পরীক্ষার পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। প্রধান আলোচক ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও এফবিসিসিআইয়ের পরিচালক আবু নাসের। বিশেষ আলোচক ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা।
অনুষ্ঠানে গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আব্দুল আলীম, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খাদেমুল ইসলাম মাস্টার, বিশিষ্ট শিক্ষানুরাগী নুুর-এ-আলম সিদ্দিকী, জনতা ব্যাংক টাঙ্গাইল কর্পোরেট শাখার এজিএম আইয়ুব আলী, কালিহাতী উপজেলা বাকশিস’র সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেক আলী মোল্লা, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের আনিছুর রহমান মোল্লা, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, ব্যবসায়ী শাহ-আলম মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ কালিহাতী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, বৃজ মাদকাসক্ত চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক মুজিবুর রহমান তপন, অ্যাসোসিয়েশনের সাবেক সাধরাণ সম্পাদক ও ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা মো. আশরাফ, সাবেক সভাপতি নাজিম উদ্দিন জনি, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন ও অ্যাসোসিয়েশনের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাজাবাড়ী অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোল্লা জাকারিয়া লেলিন।
উল্লেখ্য, ২০০৫ সালে রাজাবাড়ী অনার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকেই এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার ৪৫ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno