আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৩:২০

শর্মা হাউজ ও ছেফাত হোটেলে জরিমানা

 

দৃষ্টি নিউজ:

অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশনসহ নানা অপরাধে টাঙ্গাইল শহরের একটি ফাস্টফুড ও খাবার হোটেলে অভিযান চালিয়ে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার(২৯ ডিসেম্বর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজজামানের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজজামান বলেন, শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত শর্মা হাউজ নামক ফাস্টফুডে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার পরিবেশনসহ নানা অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ৮০ হাজার টাকা এবং বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর ৭/১৯ ধারায় ২০ হাজার টাকা মোট এক লাখ টাকা এবং অনাদায়ে ৩ মাসের কারদন্ড প্রদান করা হয়েছে।

অপরদিকে, হোটেল ছেফাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামিতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় জেলা সেনেটারী অফিসার মো. আমান উল্লাহ তালুকদারসহ অনান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno