আজ- ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ৪:১৭

শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ পাঠ করালেন জেলা ম্যাজিস্ট্রেট

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী সমাবেশে সহ¯্রাধিক শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কায়ছারুল ইসলাম। মঙ্গলবার(৬ ফেব্রæয়ারি) দুপুরে টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।


টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক বিপ্লব কুমার মোদকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হুসেইন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম।


প্রধান অতিথি বলেন- পরিবার, সমাজ, দেশ ও জাতিকে বিধ্বংসকারী মরণব্যাধি হচ্ছে মাদক। তাই মাদকের ভয়বহতা সম্পর্কে আমাদের জানতে হবে। মাদক মানুষের চিন্তা শক্তিকে শেষ করে দেয়। মানুষের মেধাকে শেষ করে দেয়, মানুষের জীবনী শক্তিকে শেষ করে দেয়। মাদকের এ ভয়াবহতাকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিরোধ করতে হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno