আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১২:২৫

‘শূন্য’ ভোট পেয়ে রেকর্ড গড়লেন এমপি প্রার্থী

 

দৃষ্টি নিউজ:


একাদশ জাতীয় সংসদ নির্বাচন রোববার(৩০ ডিসেম্বর) সারা দেশে অবাধ, শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পেয়েছে। তবে এই নির্বাচনে চট্রগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে কোদাল প্রতীকে একটি ভোটও না পেয়ে ‘লজ্জার রেকর্ড’ গড়েছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমী। ব্যালট বাক্সে তার কোদাল মার্কায় একটি সিলও পড়েনি।
এ আসেন ২ লাখ ৮৭ হাজার ৪৭টি ভোট পেয়ে জয় লাভ করেন আওয়ামী লীগ প্রার্থী আফসারুল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবদুল্লাহ আল নোমান পেয়েছেন ৪১ হাজার ৩৯০টি ভোট।
প্রতীক বরাদ্দের পর থেকে গণসংযোগ বা নির্বাচনী প্রচারণায় পিছিয়ে ছিলেন না রুমী। তার গণসংযোগ মিছিলগুলোতে দেখা গেছে – এলাকার কয়েকটি সংগঠনের সংগঠক, রাজনৈতিক কর্মী, প্রসিদ্ধ শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যিক, মানবাধিকার আইনজীবীদের। স্থানীয় বস্তির কয়েকজন নারীরাও তার মিছিলে স্বতস্ফূর্তভাবে এসেছিলেন। এত কিছুর পরেও একাদশ জাতীয় নির্বাচনে একটি ভোটও পাননি এই রাজনৈতিক ব্যক্তি।

সূত্র : সময় টিভি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno