আজ- ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ৯:৪৭

শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০

 

দৃষ্টি ডেস্ক:

শ্রীলংকায় তিনটি গির্জা ও চারটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ জনে পৌঁছেছে। বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে তা এখনও চিহ্নিত করতে পারেনি দেশটির সরকার। রোববারের(২১ এপ্রিল) ওই হামলায় ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সোমবার(২২ এপ্রিল) সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি। এর মধ্যে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের আট বছর বয়সী নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স।
গতকাল রোববার ছিল খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ‘ইস্টার সানডে’। হামলার সময় তিন গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলছিল। দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলীর তিনটি গির্জা ও দেশের বড় তিনটি হোটেলে এ হামলা হয়।
হামলার ঘটনায় কলম্বোর একটি বাড়িতে পুলিশের অভিযানে সাত ব্যক্তিকে আটকের খবর পাওয়া গেছে। এ সময় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এখন পর্যন্ত ২৪ জনকে আটকের খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno