আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৩:১৬

সখীপুরে একটি গণপরিবহন ও ১৬ ব্যক্তিকে জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরে একটি গণপরিবহনে সরকারি নির্দেশনা না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে এবং মাস্ক ব্যবহার না করার দায়ে ১৬ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার(২ এপ্রিল) জুমআ’র নামাজের পূর্ব মুহূর্তে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারীর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন।

এ সময় একটি বাসে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে এবং ১৬জন পথচারীকে মাস্ক ব্যবহার না করার কারণে মোট পাঁচ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী জানান, সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়ে মারাত্মক আকার ধারণ করেছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক ব্যক্তিকে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েচে। তাই মানুষকে সচেতন করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno