আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  রাত ১১:৩০

সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাপিয়া সেলিমের মৃত্যুবার্ষিকী পালিত

 

দৃষ্টি নিউজ:

বহুমাত্রিক প্রতিভার অধিকারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব পাপিয়া সেলিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সোমবার (৮ জুলাই) নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইল শহরের বিন্দবাসিনী স্কুল জামে মসজিদ ও পুরাতন কোর্ট বিল্ডিং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অপরদিকে, পাপিয়া সেলিমের জন্মস্থান গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের পুরাতন শিম্লাপাড়া তালুকদার বাড়ি জামে মসজিদে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় গোপালপুর উপজেলা পাপিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. আজমল খান, প্রয়াত পাপিয়া সেলিমের চাচা (চিরকুমার) মসিহর রহমান তালুকদার, মসজিদের প্রাক্তন ইমাম লুৎফর রহমান, মওলানা রেজাউল ইসলাম, মো. হোসেন আলী, আফজাল হোসেন ও প্রয়াত পাপিয়া সেলিমের স্বামী মো. সেলিম তরফদার প্রমুখ পাপিয়া সেলিমের কবর জিয়ারত করেন। পরে কাঙালিভোজের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno