আজ- ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৬:২০

সাপের ছোঁবলে গৃহবধূর মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের বড় জয়পুর গ্রামে শনিবার(১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিষাক্ত সাপের কামড়ে শাহীনা বেগম (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত শাহীনা ওই গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গাবসারা ইউনিয়নের বড় জয়পুর গ্রামের সানোয়ার হোসেনের স্ত্রী শাহীনা বেগম শনিবার ফজরের নামায শেষে বাইরে বের হওয়ার জন্য জুতা পড়তে যায়। এ সময় জুতার ভিতরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে তিনি চিৎকার দিলে স্বামী সানোয়ার হোসেন তৎক্ষণিক ছুটে এসে পায়ে গিঁট বাধেন। কিছুক্ষণ পর শাহীনা জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় ওঝা ডেকে দিনভর ঝাঁড়-ফুঁক দেয়া হয়। এতে তার অবস্থার উন্নতি না হওয়ায় রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno