আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১১:০৬

২৮ বছরেও শফি সিদ্দিকী হত্যার বিচার না হওয়ায় আ’লীগ নেতাদের ক্ষোভ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শহীদ শফি সিদ্দিকী হত্যার বিচার ২৮ বছরেও শেষ হয়নি। হত্যার বিচার না হওয়ায় রোববার(১০ সেপ্টেম্বর) ২৮তম শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেছেন- উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী।


২৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সাবেক তুখোড় ছাত্রনেতা ও অনলবর্শী বক্তা শহীদ শফি সিদ্দিকীর কবরে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় মাদ্রাসা মাঠে শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদ ও এলাকাবাসীর আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। পরে দুঃস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।


শহীদ শফি সিদ্দিকীর বড় ভাই রকিবুল হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন- কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, এফবিসিসিআই’র পরিচালক ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবু নাসের, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র নূরন্নবী সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম-আহŸায়ক তুহিন, আওয়ামী লীগ নেতা হযরত আলী তালুকদার, আব্দুল কাদের প্রমুখ।

স্মরণ সভা সঞ্চালনা করেন শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার।


বক্তারা বলেন, শহীদ শফি সিদ্দিকী হত্যার দীর্ঘ ২৮ বছর অতিবাহিত হলেও বিচারকার্য সম্পন্ন হয়নি। এটা অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়। শফি সিদ্দিকী হত্যার বিচার না হওয়ায় তৃণমূলের ত্যাগী আওয়ামীলীগ নেতাকর্মীরা অনেকটা হতাশায় ভুগছে। সরকারের উন্নয়ন কর্মকান্ড তৃণমূলে ছড়িয়ে দিতে ত্যাগী কর্মীরা কুণ্ঠাবোধ করছে- এটা কাম্য নয়।

বক্তারা বলেন, শহীদ শফি সিদ্দিকীর বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হলেই কেবল শফি সিদ্দিকীর আত্মা শান্তি পাবে। তারা সরকারের কাছে শহীদ শফি সিদ্দিকী হত্যার বিচার দ্রæত সম্পন্ন করার দাবি জানান।


প্রকাশ, ১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের জনসভায় তৎকালীন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শফি সিদ্দিকীকে সন্ত্রাসীরা ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno