আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১২:৫৯

৬৬৫ বোতল ফেনসিডিল সহ তিন নারী গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু পূর্বপাড় রেলস্টেশন গেট এলাকায় অভিযান চালিয়ে বুধবার(১৮ সেপ্টেম্বর) অভিনব কায়দায় বহনকৃত ৬৬৫ বোতল বিক্রি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি-দক্ষিণ)। এ সময় ফেনসিডিল বহনের দায়ে তিন নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার রামচন্দ্রপুর গ্রামের মো. আবজাল হোসেনের স্ত্রী মোছা. মাহমুদা(৫৭), ঢাকার ধানমন্ডিস্থ ঝিগাতলা এলাকার মারুফ হোসেনের স্ত্রী মোছা. আলফাতুন(২৫) ও গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলার সিমারপাড়া গ্রামের সুমন দেওয়ানের স্ত্রী মোছা. আয়েশা খাতুন(২৫)।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. আমির খসরু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম, এসআই মো. বিল্লাল হোসেন ভূইয়া, এসআই মো. আলমগীর কবির, এএসআই মো. মঞ্জুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বঙ্গবন্ধুসেতু পূর্বপাড় রেলস্টেশনের গেটের পাশে অভিযান চালানো হয়।

এ সময় গ্রেপ্তারকৃতরা যাত্রীবেশে লাগেজট্রলি ও ব্যাগের মধ্যে অভিনব কায়দায় আনা ফেনসিডিল উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno