আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৭:১৮

টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:

‘মহামারি জয় করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ স্লোগানে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মানবাধিকার বাস্থবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখা ও হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার যৌথ আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানবাধিকার বাস্থবায়ন সংস্থার টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট

জাফর আহমেদ, মানব পাচার প্রতিরোধ প্রকল্প টাঙ্গাইল ইউনিটের প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট আব্দুল গণি আল রুহী, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. রাশেদ খান মেনন রাসেল, বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস

ট্রাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান বিউটি, মানবাধিকার কর্মী মাহমুদা সেলী, নাজমুস সালেহীন প্রমুখ।

এ সময় টাঙ্গাইলের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে র‌্যালি বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno