আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৪:১০

টাঙ্গাইলে অটিস্টিক ছাত্র-ছাত্রীদের ক্রীড়া উৎসব উদযাপিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ক্রীড়া উৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার(২০ নভেম্বর) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে বালক এবং বালিকাদের দৌঁড়, বল নিক্ষেপ, হাটা প্রতিযোগিতা সহ ৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া সবার জন্য উন্মুক্ত ছিল, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা।
উৎসবমুখর প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার লায়লা খানম বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আক্তারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন(লিন্টু)। টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন। টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৪০জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno