আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৭:০৮

টাঙ্গাইলে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

 

দৃষ্টি নিউজ:


দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ছয় উপজেলার মানুষের স্বপ্ন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কেদারপুর ঘাটে ধলেশ্বরী নদীর উপর নব-নির্মিত ‘দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সেতু’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১১ অক্টোবর) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সেতুটির ভিত্তিফলক উন্মোচন করেন, খন্দকার আব্দুল বাতেন এমপি, ছানোয়ার হোসেন এমপি, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। এ সময় নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানাগেছে, টাঙ্গাইলের নাগরপুর, মির্জাপুর, দেলদুয়ার, পাবনার বেড়া, সিরাজগঞ্জের চৌহালি ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার মানুষের নাগরপুরের মোকনা ইউনিয়নের কেদারপুর ঘাটে ধলেশ্বরী নদীর উপর একটি সেতু নির্মাণের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। এখানে একটি সেতু নির্মাণ করার বিষয়ে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার সেতু নির্মাণের উদ্যোগ নেয়। ৫২০.৬০ মিটার পিসি গার্ডারে এ সেতুটি এলজিইডি নির্মাণ করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno