আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:৩৫

টাঙ্গাইলে ৯ শিক্ষককে অব্যাহতি ১৮ শিক্ষার্থী বহিস্কার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে ৯ শিক্ষককে অব্যাহতি এবং নকল করার দায়ে ১৮ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় এ দÐাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান বলেন, চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর ৬ জন এবং তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর ৩ জন মোট ৯ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

একই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর ৫ জন, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর ৯ জন, কালিহাতী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুর এক জন এবং কালিহাতী কলেজ ভেন্যুর ৩ জন সহ মোট ১৮ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

তিনি আরো বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে সকল পদক্ষেপ চলমান থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno