আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:১৮

বাসাইলে ছাত্রলীগের সড়ক অবরোধ ॥ পুলিশের লাঠিচার্জের অভিযোগ

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের বাসাইল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতদের সড়ক অবরোধে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের পাঁচকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে পদবঞ্চিতরা।
স্থানীয়রা জানায়, কামরান খান বিপুলকে আহ্বায়ক ও রুবেল তালুকদারসহ ৬জনকে যুগ্ম-আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট বাসাইল উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। বুধবার (৫ ডিসেম্বর) সকালে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল ও যুগ্ম-আহবায়ক তানভীরুল ইসলাম হিমেল, রনি আহমেদ, শফিউল আলম মুকুল এবং রাশেদুল হাসান জনি স্বাক্ষরিত আগামি তিন মাসের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়। পরে পদপ্রাপ্তরা সকালে আনন্দ মিছিল বের করে। অপরদিকে, ওই কমিটির বিরুদ্ধে ছাত্রলীগের পদবঞ্চিতরা বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মোরাদ হোসেন জানান, ‘বিবাহিত ও অছাত্রদের নিয়ে ওই কমিটি অনুমোদন করা হয়েছে। আমরা ওই কমিটির প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ হামলা চালায়। এঘটনায় ছাত্রলীগের পাঁচকর্মী আহত হয়েছেন।’
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন বলেন, ‘পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীরা বাসাইল বাসষ্ট্যান্ডে রাস্তা অবরোধ করে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি করছিল। এসময় পুলিশ তাদের অভ্যন্তরীণ আলোচনার জন্য পরামর্শ দিলে তারা এতে কর্ণপাত না করায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।’

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno