আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:৫৮

আজ টাইগারদের অনুষ্ঠানিক বিশ্বকাপ প্রস্তুতি শুরু

 

দৃষ্টি স্পোর্টস:

ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরের পর্দা ওঠবে আগামি ৩০ মে পর্দা উঠবে । আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই ৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। সে তালিকায় আছে বাংলাদেশও। ইতোমধ্যে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার পালা। টাইগাররা আনুষ্ঠানিকভাবে তাদের বিশ্বকাপ প্রস্তুতি আজ সোমবার(২২ এপ্রিল) শুরু করে দিয়েছেন। গত শনিবার(২০ এপ্রিল) হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের জন্য জড়ো হন তামিম ইকবাল, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিনসহ বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া আরো বেশ কয়েকজন ক্রিকেটার।
শনিবার সকাল থেকেই টাইগার ক্রিকেটারদের আগমনে মুখর হয়ে উঠে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। সবাই এসেই জড়ো হন জিমনেশিয়ামে। তামিম ইকবাল, রুবেল হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুনরা এদিন শুরুতে কিছুক্ষণ জিম করেই সময় কাটান। এ সময় তাদের সহায়তা করেন ট্রেনার মারিও ভিলাভারাইয়ান। জিমনেশিয়ামে ফিটনেস ট্রেনিং শেষ করে একাডেমি মাঠের নেটে ব্যাটিং অনুশীলন করেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে মিরাজ, সৌম্য, রুবেল, সাইফউদ্দিন ও মিঠুনরা প্রস্তুতি নেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পরবর্তী ম্যাচের জন্য। জিম এবং অনুশীলনে ঘাম ঝরানোর ফাঁকে নিজেদের মধ্যে খুনসুটিতেও মেতে উঠেন টাইগার ক্রিকেটাররা।
এদিকে মাশরাফি-তামিমদের বিশ্বকাপের প্রন্তুতি ক্যাম্পকে সামনে রেখে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ইতোমধ্যে বাংলাদেশে এসেছেন টাইগারদের হেড কোচ স্টিভ রোডস। এ ছাড়া পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশও ঢাকায় ফিরেছেন। এর মধ্যে ১৮ এপ্রিল বিসিবিতে যোগ দিয়েছেন কোর্টনি ওয়ালশ। আর স্টিভ রোডস যোগ দিয়েছেন গত শুক্রবার(১৯ এপ্রিল)। তবে ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি ও ফিজিও তিহান চন্দ্র মোহন এখনো কাজে যোগ দেননি। সবকিছু ঠিক থাকলে ছুটি কাটিয়ে ২৪ এপ্রিল ঢাকায় পৌঁছবেন ম্যাকেঞ্জি। এ ছাড়া স্পিন বোলিং কোচ সুনীল যোশি কবে আসবেন সে ব্যাপারে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি।
দ্বাদশ বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ আগামি ২ জুন। ম্যাচটিতে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। সিরিজটি হবে আয়ারল্যান্ডের মাঠে। ত্রিদেশীয় এ সিরিজ শুরু হবে আগামি ৫ মে। আর ১৭ মে মাঠে গড়াবে সিরিজটির ফাইনাল ম্যাচ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno