আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৪:২৩

এলেঙ্গা পৌরসভা নির্বাচন :: শেষ মুহুর্তে প্রচারণায় এগিয়ে নৌকা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার দ্বিতীয় মেয়াদের নির্বাচন জমে উঠেছে। আগামি ২৯ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে শেষ মুহুর্তের প্রচারণায় নৌকার প্রার্থী নুর-এ-আলম সিদ্দিকী এগিয়ে রয়েছেন। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত আওয়ামীলীগের নেতাকর্মীরা ২৮টি দলে(২০টি পুরুষ ও ৮টি মহিলা) ভাগ হয়ে পৌরসভার বিভিন্ন গ্রামে অবিরাম প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে হাতে-পায়ে ধরে ভোট প্রার্থনা করছেন। বসে নেই ধানের শীষের প্রার্থী মো. শাফী খানও। বিএনপির কেন্দ্রীয় ও জেলা-উপজেলার অধিকাংশ নেতাকর্মী ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।
সরেজমিনে দেখা গেছে, নির্বাচনকে ঘিরে দম ফেলার ফুসরত নেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের। দলীয় নেতাকর্মীরাও মাঠে নেমেছেন কোমর বেধে। ভোটারদের মন জয় করতে তাঁরা নানা কৌশল অবলম্বন করে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। হাট-বাজার, চায়ের দোকান, মাঠ-ঘাটে সর্বত্র ভোট নিয়ে আলোচনা চলছে। ভোটাররা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গ্রহনযোগ্যতা নিয়ে চুলচেরা বিশ্লেষন করছেন। মেয়র পদে একজন স্বতন্ত্র প্রার্থী থাকলেও মূল আলোচনা আওয়ামী লীগের মনোনীত নৌকা ও বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীকে ঘিরেই বেশি হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতাও হবে নৌকা ও ধানের শীষের প্রার্থীর মধ্যে। তবে স্বতন্ত্র প্রার্থীও বসে নেই। সবাই নিজেদের জনপ্রিয়তার প্রমাণ দিতে আদা-জল খেয়ে মাঠে নেমেছেন।
তিন মেয়র প্রার্থীর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় আ’লীগের প্রার্থী নুর-এ-আলম সিদ্দিকী নির্বাচনী প্রচারণার দৌঁড়ে অনেকটা এগিয়ে রয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মতিনের সমর্থক বিএনপি নেতাকর্মীরা বিদ্রোহী প্রার্থী এসএম শফিকুল ইসলাম সাফি তালুকদারের পক্ষে অবস্থান নেয়ায় দলীয় প্রার্থী মো. শাফী খানের জনপ্রিয়তায় কিছুটা ধস নেমে এসেছে। তবে বর্তমান মেয়র মো. শাফী খানের বাবা খলিলুর রহমান খান প্রায় ৩০ বছর এলেঙ্গা ইউনিয়ন পরিষদের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান এবং তিনিও চেয়ারম্যান ছিলেন। পৌরসভায় তাঁর ভোট ব্যাংক রয়েছে।
আওয়ামীলীগের প্রার্থী নুর-এ-আলম সিদ্দিকীর পক্ষে প্রচারণায় নেমেছেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, যুগ্ম-সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, এফবিসিসিআই’র পরিচালক আবু নাসের, দশকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মামুদ, গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদার, কালিহাতী বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ. ছালাম, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আ. লতিফ মোল্লা, এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মোল্লা। এছাড়া নাগবাড়ী, বীরবাসিন্দা, বল্লা, কোকডহরা, সহদেবপুর ও পাইকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি- সাধারণ সম্পাদক সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং ভাতৃপ্রতীম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচারণায় নিয়মিত অংশ নিচ্ছে।
ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমেছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য শাম্মী আকতার, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম-সম্পাদক আবুল কাসেম, খন্দকার আনিসুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট জামাল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন. সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুল ইসলাম তালুকদার ওরফে সাফি তালুকদারের(নারিকেল গাছ) পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছে, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মতিনের সমর্থক নেতাকর্মী এবং স্থানীয় কতিপয় মাতব্বর। এছাড়া সাফি তালুকদারের বংশগত প্রভাবেও ব্যবসায়ী শ্রেণির কেউ কেউ প্রচারণায় অংশ নিচ্ছেন।
এবার নির্বাচনে মেয়র পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নুর-এ-আলম সিদ্দিকী(নৌকা), বিএনপির প্রার্থী বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. শাফী খান(ধানের শীষ) এবং এলেঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুল ইসলাম সাফি তালুকদার (নারিকেল গাছ)।
স্থানীয় নির্বাচন বোদ্ধাদের সাথে কথা বলে জানাগেছে, তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে যিনি পৌরসভার হিজুলী, হায়াতপুর, চরবাঁশী, ভাবলা, চরভাবলা, হাকিমপুর, পাথাইলকান্দি ও পৌলী এলাকার ভোট আদায় করতে পারবেন তিনিই হবেন এলেঙ্গার দ্বিতীয় পৌরপিতা- এটা প্রায় নিশ্চিত।
টাঙ্গাইল জেলার নির্বাচন কর্মকর্তা ও এলেঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, পৌরসভায় মেয়র পদে তিন জন, নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শন্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে নির্বাচন কমিশন কাজ করছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার আব্দুল করিম নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট হিসেবে গত ১৫ মার্চ থেকে কাজ করছেন।
উল্লেখ্য, ২০১১ সালে এলেঙ্গাকে ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভায় উন্নীত করা হয়। ২০১৩ সালে নির্বাচনে প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন বিএনপি নেতা মো. শাফী খান। বর্তমানে মোট ভোটার ২৯ হাজার ৩০৯ জন। এরমধ্যে পুরুষ ১৪ হাজার ৫৬৮ ও মহিলা ১৪ হাজার ৭৪১জন।

 

 

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno