আজ- ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ মঙ্গলবার  সকাল ৯:০৮

কালিহাতীতে ট্রেনের ধাক্কায় লরির চালক নিহত

 

দৃষ্টি নিউজ:


বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষে লরির চালক নিহত হয়েছেন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামকস্থানে মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে একটি লরি(চট্র মেট্রো-ঢ-৮১-২৯৮২) রেললাইনের ওপর উঠে যায়। এসময় ট্রেনের ধাক্কায় ওই লরির চালক রহমত আলীর (৫৫) মৃত্যু হয়েছে। নিহত লরির চালক কিশোরগঞ্জ জেলার রামদিয়া গ্রামের আ. হামিদের ছেলে রহমত আলী (৫৫)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক উপজেলার আনালিয়াবাড়ি পৌঁছলে বিপরীত দিক থেকে অাসা ঢাকাগামী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে লরিটি পাশের রেললাইনের ওপর উঠে যায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি লরিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লরির চালক নিহত হন। আহত হয় লরির হেলপার ও ট্রাকের চালকসহ তিনজন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno