আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৪:৪০

গোপালপুরে বোরো ধানের নমুনা শস্য কর্তন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোপালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় অডউ প্রযুক্তির বোরো প্রদর্শনীর ব্রি ধান-২৯ জাতের ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আলমনগর ইউনিয়নের বীরনলহরা গ্রামের বীরনলহরা-কামার কুমুল্লী সিআইজি (শস্য) সমিতির কৃষক আবদুর রাজ্জাকের জমিতে শুক্রবার(২৬ এপ্রিল) নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার তুষার সাহা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুহাম্মদ আবদুল হালিম, ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মুহাম্মদ হামিদুল হক, উপ-সহকারী কৃষি অফিসার মো. নুরুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. আসাদুজ্জামান জুয়েল, মো. আসাদুজ্জামান, মো. আবু কায়সার রাসেল, মো. আবদুল্লাহ আল হাদি, কৃষক মো. শামছুল হক, আবদুর রাজ্জাক, মো. ঝন্টু মিয়া, মো. বাদল মিয়া, মো. আবদুল কদ্দুস প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno