আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  ভোর ৫:৩১

ঘাটাইলে ইউপি নির্বাচনে সংঘর্ষের ঘটনায় ২০০ জনের নামে মামলা!

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় পুলিশের গুলিতে নিহত ইউনিয়ন যুবদল নেতা আব্দুল মালেক মিয়া সহ অজ্ঞাত ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার(২৯ মার্চ) সন্ধ্যায় ১১নং গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. সালাউদ্দিন বাদি হয়ে ঘাটাইল থানায় মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিন গুপ্ত বৃন্দাবন গ্রামে গিয়ে দেখা যায়, পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ নিহত ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুল মালেকের লাশ উদ্ধার করে ঘাটাইল থানায় নিয়ে গেছে।
ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখম রেজাউল করিম জানান, নিহত আব্দুল মালেক ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি। তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মহিউদ্দিন পিপিএম জানান, আব্দুল মালেকের মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno