আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১২:০১

টাঙ্গাইলের চারাবাড়ি বাজারে অর্ধদিবস হরতাল পালিত

 

দৃষ্টি নিউজ:

ব্যবসায়রা দোকান-পাট বন্ধ রেখে আধাবেলা হরতাল পালন করছে

টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী চারাবাড়ি বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার(১ আগস্ট) অর্ধদিবস হরতাল পালন করেছে ব্যবসায়ীরা। এ সময় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিও পালন করে।

শাহ্ সিমেণ্টের জেলা পরিবেশক মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

চারাবাড়ি বাজার ব্যবসায়ী সমিতি আহুত ওই হরতালে ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে স্বতস্ফূর্তভাবে অংশ নেয়। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল-তোরাপগঞ্জ সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, দাইন্যা ইউপি চেয়ারম্যান মো. লাবলু মিয়া লাবু, চারাবাড়ি বাজার সমিতির সভাপতি মো. আব্দুল আজিজ, সহ-সভাপতি হেকিম মো. চান মিয়া, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে রড-সিমেণ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমানের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শাহ্ সিমেণ্টের জেলা পরিবেশক মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে।

উল্লেখ্য, শাহ্ সিমেণ্টের জেলা পরিবেশক ও চারাবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান বুধবার(৩১ জুলাই) বিকালে পাশের পোড়াবাড়ি বাজার থেকে পাওনা টাকা আদায় করে ফেরার পথে বেলতা গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মতিয়ার রহমান পলু ও তার সহযোগীরা হামলা করে। এ সময় তারা মিজানুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত ও টাকা এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর(রেফার্ড) করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno