আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:২০

টাঙ্গাইলে ইউপি সচিব সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা

 

দৃষ্টি নিউজ:

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) টাঙ্গাইল জেলা শাখার নির্বাচনের মনোনয়নপত্র শুক্রবার(১৫ সেপ্টেম্বর) জমা নেয়া হয়েছে। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে জানা গেছে।
এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের বিপরীতে ২৪জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দু’টি প্যানেলের মধ্যে রয়েছে সোহরাব-লিয়াকত পরিষদ এবং কাজী জাকির- ডিএম শরিফ পরিষদ। এছাড়া সভাপতি পদে দু’জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ৭ অক্টোবর আকুর টাকুর পাড়া জোনাল সেটেলমেন্ট অফিস সংলগ্ন বাপসা’র জেলা কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে মো. মাহফুজুর রহমানকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে।
নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী পোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব মো. লিয়াকত আলী খান বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকে নির্বাচনের প্রচার-প্রচারণা আরও জমে উঠবে।
ইতোমধ্যে এ নির্বাচন উপলক্ষে প্রার্থী ও ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno