আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৮:৩৪

টাঙ্গাইলে ‘নিসচা’র আলোচনা ও ইফতার

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল ভিক্টোরিয়া ফুড জোন অডিটোরিয়ামে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার(৭ জুন) ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই’র জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি- এর সভাপতিত্বে নির্ধারিত বিষয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব মো. জামিলুর রহমান মিরন। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসাইন। আলোচনায় অংশ নেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগ সভাপতি সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল হক, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মাহমুদ কামাল, টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, নিরাপদ সড়ক চাই’র জেলা শাখার সহ-সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশ প্রমুখ।
বক্তারা ‘পথ যেন হয় শান্তির- মৃত্যুর নয়’ স্লোগানে বক্তব্য উপস্থাপন করেন। সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদারের পরিচালনায় অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখার নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা ট্রাক মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, টাঙ্গাইল জেলা সিএনজি ও অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, জেলা শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ ও শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, প্রকৌশলী, ডাক্তার, আইনজীবী সহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno