আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১১:০১

টাঙ্গাইলে নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

 

দৃষ্টি নিউজ:

সংগৃহীত ছবি

টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার(১৪ জুলাই) থেকে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার নয় দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। শনিবার সকালে শ্রী শ্রী বড় কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে পুজার্চ্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়। নানা বয়সী নারী-পুরুষ এসব কর্মসূচিতে অংশ নেন।
এছাড়া, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনসহ জেলার অন্যান্য মন্দিরেও রথযাত্রা উৎসব উদযাপন করা হয়। আগামি ২২জুলাই(রোববার) পর্যন্ত মন্দিরগুলোতে পুজার্চ্চনা, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ওইদিন(২২ জুলাই) উল্টো রথটানের মধ্যদিয়ে নয় দিনব্যাপী উৎসব শেষ হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno