আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:৫১

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শনিবার(১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের হয়ে জেলা সদরে নবনির্মিত বধ্যভূমি স্তম্ভে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাবেক রাষ্ট্রদুত বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল আলম শহীদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পরিষদের নির্বাহী পরিচালক সুব্রত কুমার সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সাবেক জেলা কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীরবিক্রম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, মুক্তিযোদ্ধা আনোয়ারুল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী প্রমুখ।

এসময় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno