আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:২৪

টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে যান চলাচল বন্ধ

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সয়া ব্রিজের পাটাতন দেবে যান চলাচল বন্ধ রয়েছে। শনিবার(৯ ফেব্রুয়ারি) ভোর থেকে বিকাল পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এতে এসএসসি পরীক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। তবে টাঙ্গাইলের সড়ক ও জনপথ কর্তৃপক্ষ জানিয়েছে সন্ধ্যার পর যান চলাচল স্বাভাবিক হবে।
সরেজমিনে দেখা যায়, সয়া ব্রিজের দুইটি পাটাতন দেবে গেছে। সওজ’র কর্মীরা ব্রিজটি জোড়াতালি দিয়ে মেরামতের কাজ করছেন। ফলে সড়ক দিয়ে মালবাহী ও যাত্রীবাহী সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে শনিবার গণিত পরীক্ষায় অংশ নেয়া এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন। সাধারণ যাত্রীরা যান চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন।
ফারুক হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থী বলেন, আমাদের এলেঙ্গা কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে হয়। ব্রিজের পাটাতন দেবে যাওয়ার ফলে যানবাহন না পাওয়ায় পরীক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে। ট্রাক ড্রাইভার মোবারক হোসেন বলেন, দুই দিন পর পরই এই ব্রিজের পাটাতন দেবে যায়। দায়সারা কাজ করার জন্যই আমরা ভোগান্তির শিকার হই।
এ বিষয়ে টাঙ্গাইলের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিমুল এহসান বলেন, ব্রিজের পাটাতন দেবে যাওয়ার খবর শোনার পর পরই আমাদের লোকজন কাজ শুরু করেছে। আশাকরি সন্ধ্যার পর যান চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno