আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৭:২২

ধর্মীয় অনুভূতিতে ‘আঘাত’ :: নারী বাউল শিল্পীর বিরুদ্ধে মামলা

 

দৃষ্টি নিউজ:

রিতা দেওয়ান

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর গ্রামে একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে বাউল শিল্পী রিতা দেওয়ান পবিত্র ইসলাম ধর্ম নিয়ে ‌‘কুরুচিকর মন্তব্য’ ও ধর্মীয় অনুভূতিতে ‘আঘাত’ হানার অভিযোগে ওই নারী বাউল শিল্পীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার(৩ ফেব্রুয়ারি) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন, ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-শামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রামে গত ৩১ জানুয়ারি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান ইসলাম নিয়ে রুচিহীন মন্তব্য করেন। এ নারী বয়াতি আল্লাহকে ‘শয়তান’ বলে ধৃষ্টতা প্রদর্শন করেন, পবিত্র কুরআনের আয়াতের অপব্যাখ্যা ও কটাক্ষ করে বক্তব্য উপস্থাপন করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno