আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:৪৬

নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস খুবই কম জানে :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

 

দৃষ্টি নিউজ:


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, আমাদের খুবই দুর্ভাগ্য নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস খুবই কম জানে। এজন্য শুধু এ প্রজন্ম দায়ী নয়, আমরা যারা রাষ্ট্র পরিচালনা করি আমরাও এ দায় এড়াতে পারি না। স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধীতা করেছিল তাদের পরিচয় এবং তাদের সম্পর্কে পাঠ্যসূচিতে থাকা আবশ্যক। তাই, সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে পিএসসি পরীক্ষায় একশ’ নাম্বার থাকবে। পঞ্চাশ নাম্বার ১৯৪৮ সাল থেকে ৭০ সালের ঘটনাবলীর ইতিহাস আর বাকি পঞ্চাশ নাম্বার ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের নয় মাসের ইতিহাস সম্পর্কে। শনিবার(১০ মার্চ) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।   
সাবেক অতিরিক্ত সচিব ও পিএসসি’র সাবেক সদস্য মো. ওয়াজেদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, রাশিয়ার পিপলস ফ্রেন্ডশীপ ইউনিভারসিটি অধ্যাপক ইয়েছিনা জয়া ইভানোভনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিদ্যা বিভাগের অধ্যাপক ড. চৌধুরী কামরুজ্জামান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির অধ্যাপক ড. রমিত আজাদ, যুগ্ম সচিব ফারুক হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno