আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৫:৩৪

নাগরপুরে মহান বিজয় দিবস উদযাপন

 

নাগরপুর সংবাদদাতা:


টাঙ্গাইলের নাগরপুরে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন রা হয়েছে। এ উপলক্ষে রোববার(১৬ ডিসেম্বর) ভোরে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।
নাগরপুর উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, জাতীয়তাবাদী দল (বিএনপি), নাগরপুর প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে উপজেলা চত্বরে শিশু-কিশোরদের ডিসপ্লে প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। বিকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার(ভূমি) সাবরিন চৌধুরী, নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আলম চাঁদ, মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno