আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:৪৯

নাগরপুরে সীমানা পিলার তুলতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সুদামপাড়া গ্রামে সোমবার(২৫ ডিসেম্বর) ভোর রাতে সীমানা পিলার চুরি করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে মজনু মিয়া (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরে পুলিশ সুদামপাড়া চকের সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত মজনু মিয়া পার্শবর্তী বাঘের বাড়ী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় স্থানীয় জনতা ওই রাতেই দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হচ্ছেন, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের মৃত আব্দুল ভূইয়ার ছেলে জামাল ভূইয়া(৭২), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহালম মিয়া (৫১)। নাগরপুর থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘের বাড়ী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মো. মজনু মিয়া, জামাল ভূইয়া ও শাহাল মিয়াসহ ৭-৮ জনের একটি দল রোববার(২৪ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার সুদামপাড়া গ্রামে সীমানা পিলার চুরি করতে যায়। ওই গ্রামের গোরস্থানের পূর্বপাশের ফসলের মাঠে(চকে) অবস্থিত সীমানা পিলারটি মাটি খুরে তুলতে থাকে। এ সময় এলাকাবাসী টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। এলাকাবাসীর ধাওয়ায় সবাই পালাতে সক্ষম হলেও জামাল ভূইয়া, শাহালম মিয়া জনতার হাতে আটক হয়। ওই রাতেই আটক দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী। পরদিন সোমবার সকালে সুদামপাড়া গ্রামের মোনায়েম খানের সরিষা ক্ষেতে মজনু মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নাগপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাইন উদ্দিন জানান, মজনু মিয়ার মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno