আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৮:০০

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট

 

দৃষ্টি নিউজ:


বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে প্রায় ৩০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) গভীর রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গার জালদহ সেতুর কাছে আলুবোঝাই একটি ট্রাক বিকল হওয়ায় এই জটের তৈরি হয়।
জানা গেছে, মহাসড়কে চার লেনের কাজ চলায় রসুলপুর থেকে এলেঙ্গা পর্যন্ত আট কিলোমিটার সড়কে বড় বড় গর্তের কারণে গত তিনদিন ধরে এমনিতেই ধীরে ধীরে যানবাহন চলাচল করছে। তার ওপর সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত গাড়ির চাপ বেশি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. তরিকুল ইসলাম জানান, মহাসড়ক চার লেনে উন্নীত করণের কাজ চলার কারণে অনেক সময় ধীরগতিতে যানবাহন চলাচল করে। পুলিশ যানজট নিরসনে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno