আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:৪২

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে থেমে থেমে যানজট

 

দৃষ্টি নিউজ:


বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল অংশে প্রায় ১৫ কিমি যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার(২০ আগস্ট) ভোরে মহাসড়কে বঙ্গবন্ধুসেতু থেকে এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে এই অংশের রাস্তা পারি দিতে দিগুনের বেশি সময় লাগছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো সাধারণ যাত্রী ও চালকরা। তবে মহাসড়কে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধুসেতু এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে মহাসড়কে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিতে একটু দেরি হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। এছাড়া মহাসড়কের ২৩ ব্রিজ খুলে দেয়ায় টাঙ্গাইল অংশে যানজট অনেকটাই কমে গেছে। তবে, অতিরিক্ত গাড়ির চাপ থাকায় কোন কোন পয়েন্টে মাঝে মাঝে যানজট হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, পর পর দুটি সড়ক দুর্ঘটনার ফলে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। আশা করছি দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno