আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:৫৬

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

 

দৃষ্টি নিউজ:

করোনাভাইরাসের ঝুঁঁকি নিয়ে ঘরে ফেরা হাজারো মানুষের চাপে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে গত বুধবার(২৫ মার্চ) থেকে শুরু হওয়া যানজট বৃহস্পতিবারও(২৬ মার্চ) অব্যাহত রয়েছে। গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস পর্যন্ত অন্তত ২২ কিলোমিটার মহাসড়ক জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবশ্য বিকাল ৪টার পর থেকে মহাসড়কে যানজট অনেকটাই কমে গেছে।

মহাসড়কটিতে যাত্রীবাহী বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি রয়েছে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা করোনা আতঙ্কের কথা চিন্তা না করে ট্রাক ও পিকআপ ভ্যানে গাদাগাদি করে জীবনের শঙ্কা ও ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন।

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইফতেখার রোকন জানান, সরকারি ছুটি ঘোষণার পর থেকে ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দূরপাল্লার বাস বন্ধ থাকায় মহাসড়কে বাসের চেয়ে ট্রাকের সংখ্যাই বেশি। তবে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করায় বৃহস্পতিবার দুপুরের পর থেকে যানবাহনের চাপ কমতে থাকে। বিকাল ৪টা নাগাদ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno