আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ২:২৪

বাসাইলে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ

 

বাসাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের বাসাইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিল ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ওসমান আলী, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বাসাইল হাজী মালেক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, কাউলজানী লুৎফা- শান্তা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ চৌধুরী প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno