আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১২:০২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে রোটারী ক্লাবের বনজ ও ফলদ বৃক্ষ বিতরণ

 

দৃষ্টি নিউজ:


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বনজ, ফলদ বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসুচি পালন করেছে রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী, রোটারী ক্লাব অব টাঙ্গাইল এবং রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটি। রোববার(১২ আগস্ট) সকালে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে পুরো ক্যাম্পাসে ৫০টি বনজ ও ফলজ বৃক্ষ রোপন ও বিতরণ করা হয়।
এ সময় রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর সভাপতি এসএইচ সোহাগ, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, রোটারী ক্লাব অব টাঙ্গাইলের সভাপতি আব্দুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক বিমল কুমার, রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটির সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, রোটার‌্যাক্টর পিপি আশরাফ আলী, রোটার‌্যাক্টর পিপি ড. পিনাকী দে, মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ইকবাল মাহমুদ, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও তারা দ্যাইনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও পাঁচ কাঁহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন ও বিতরণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno