আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:০৬

ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজিবের বহিষ্কার দাবি

 

দৃষ্টি নিউজ:


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদারের বহিষ্কার দাবি করেছে ছাত্রলীগের একাংশ। বুধবার(১৩ ফেব্রুয়ারি) বিকালে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আয়োজিত সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য রাসেল আল ফারাবী লিখিত বক্তব্যে জানান, গত ১১ ফেব্রুয়ারি(সোমবার) রাতে সজীব তালুকদার তাকে (রাসেল আল ফারাবী) ফোন করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে বসবাসরত তার কক্ষে ডেকে নেয়। সেখানে আগে থেকেই আরো কয়েকজন উপস্থিত ছিল। তখন সজীব তাকে একটি নীল রঙের প্যাকেটে ইয়াবা দিয়ে তার বন্ধু ও ছোট ভাইদের কাছে তিনশ’ টাকা দরে বিক্রি করতে বলে। এতে রাজি না হওয়ায় তারা হকিস্টিক ও রড দিয়ে তাকে পিটিয়ে আহত করে। একই সঙ্গে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেয় তারা। এ নির্যাতনকালে ইয়াবা বিক্রির বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়া হয়। এক পর্যায় তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দিতে বাধ্য করাসহ সেটি ভিডিও ধারণ করে। এছাড়াও তাকে বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেয় তারা।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সজীব তালুকদার তিন মাস আগে শিক্ষকদের সাথে অসদাচরণের কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন। এতদ স্বত্তেও তিনি জোড়পূর্বক ও অবৈধভাবে বঙ্গবন্ধু হলে অবস্থান করছেন। এছাড়া সে বিশ্ববিদ্যালয় এলাকায় মাদক ব্যবসা, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী মো. সানাউল ইসলাম, নাজিম উদ্দিন, বাবু কিশোর দেব প্রমুখ।
অভিযোগের ব্যাপারে সজীব তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই ফোনটি ধরেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাবির ইকবাল। তিনি অভিযোগগুলো মিথ্যা এবং সজীব মাদক, চাঁদাবাজি বা কোন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত নয় বলে দাবি করেন।
উল্লেখ্য, সজীব তালুকদার গত সোমবার রাতে ছাত্রলীগের দুই কর্মীকে বঙ্গবন্ধু হলে বসবাসরত তার কক্ষে ডেকে নিয়ে তিন ঘণ্টা নির্যাতন করার বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের একাংশ সজীব তালুকদারের উপর হামলা চালায়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno