আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১১:১৮

ভূঞাপুর, নাগরপুর ও ধনবাড়ীতে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

 

দৃষ্টি ডেস্ক:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে টাঙ্গাইলের ভূঞাপুর, নাগরপুর ও ধনবাড়ী উপজেলায় ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা সহ নারী নির্যাতন ও যৌন হয়রানির প্রতিবাদে সোমবার(২২ এপ্রিল) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ভূঞাপুর থানার সামনে বাজার রোডে আয়োজিত মানববন্ধনে অন্যদের মধ্যে অংশ নেন, ভূঞাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সরণ দত্ত, সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ দাস, সহ-সম্পাদক সুভাশীষ দেব, ভূঞাপুর বাজার হিন্দু যুব সংঘের সভাপতি সঞ্জিত কুমার দাস, সাধারণ সম্পাদক সুমন কুমার দেব প্রমুখ। মানববন্ধনে উপস্থিত বক্তারা অবিলম্বে নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

”নাগরপুর”

‘ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই, মা- বোনের নিরাপত্তা চাই’ প্রতিপাদ্যে নুসরাত, মনিকা সহ সকল সহিংসতার প্রতিবাদ ও বিচারের দাবিতে নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কেন্দ্রীয় কালী মন্দিরের সামনে(বটতলা মোড়) নাগরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নাগরপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মী কান্ত সাহার নেতৃত্বে এ সময় বক্তব্য রাখেন, নাগরপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ রামেন্দ্র সুন্দর বোস, প্রাক্তন প্রধান শিক্ষক সম্ভু নাথ সাহা, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র কুমার পোদ্দার, অরুন কুমার সাহা, বরুন কুমার সাহা প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্ততা বলেন, দ্রুত সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।

”ধনবাড়ী”

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচিত নুসরাত জাহান রাফি ও মনিকাসহ সকল ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রফুল্ল চন্দ্র বসাক, সভাপতি বিনয় কৃষ্ণ তালুকদার, সাধারণ সম্পাদক মদন দাস, চিত্ত রঞ্জন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু, বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী শাখার সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দে, প্রবীর কুমার সরকার, আল্পনা রানী বর্ধন, বিষ্ণু পদ সাহা প্রমুখ।
মানববন্ধনে বক্তরা ফেনীর সোনাগাজী মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীসহ সকল ধর্ষণ ও হত্যার অতিদ্রুত গ্রেপ্তারসহ ন্যায় বিচার দাবি করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno