আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৯:৫৫

ভোটের দিন ফলাফল ঘোষণা ছাড়া কেন্দ্র ত্যাগ করবেন না :: লতিফ সিদ্দিকী

 

দৃষ্টি নিউজ:


মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ভোটের দিন(৩০ ডিসেম্বর) প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত কাগজ ও ফলাফল ঘোষণা ছাড়া কেন্দ্র ত্যাগ করবেননা। তিনি বলেন, আপনাদের কি বিশ্বাস হয় আমি হজ্ব নিয়ে কোন বিরূপ মন্তব্য করতে পারি?- এটা ছিল একটা ষড়যন্ত্র ও অপপ্রচার। আপনারা কালিহাতীর মানুষ আমাকে নির্বাচিত করলে জনসেবা ও আবার আ’লীগে আশ্রয় পেতে পারি। আমি আবারও আপনাদের সেবা করার সুযোগ চাই, ট্রাক মার্কায় আপনাদের ভোট চাই। মঙ্গলবার(১১ ডিসেম্বর) সকালে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক কমিটির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য লয়লা সিদ্দিকীর সভাপতিত্বে ওই কর্মীসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান তোতা, এলেঙ্গা পৌরসভার মেয়র ও এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পাইকড়া ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসেন, বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি ছোহরাব আলী, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, বল্লা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোফাখখারুল ইসলাম, বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক জমির উদ্দিন আমিরী, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম-আহ্বায়ক নাহিদুল ইসলাম সিদ্দিকী পলাশ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংড়া ইউপি চেয়ারম্যান হাসমত আলী নেতা।         নাগরিক কমিটির এ কর্মীসভার মাধ্যমে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno