আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৬:২৮

মির্জাপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একজনের দুই বছরের কারাদন্ড

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাবুল হোসেন(২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার(১১ ফেব্রুয়ারি) বাঁশতৈল মনশুর আলী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদন্ড দেয়া হয়। গ্রেপ্তারকৃত বাবুল বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া গ্রামের শুকুর মাহমুদের ছেলে।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফয়সাল হোসেন জানান, রোববার নির্ধারিত সময়ে এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে গ্রেপ্তারকৃত যুবক মোবাইলে প্রশ্ন নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে ছাত্র-ছাত্রীদের কাছে বিতরণ করছিল। এ সময় মোবাইলে পরীক্ষার প্রশ্নসহ বাবুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকের মাধ্যমে প্রশ্ন পেয়েছেন বলে পুলিশকে জানান।
এ ব্যাপারে বাঁশতৈল মনশুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব জাকির হোসেন মোল্লা জানান, পুলিশ প্রশ্নসহ যুবককে গ্রেপ্তার করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেন জানান, পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ সংক্রান্ত) ১৯৮০/৯(খ) ধারায় গ্রেপ্তারকৃত যুবক বাবুলকে দ্ইু বছরের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno