আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:৪৮

রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কালিহাতীতে গণসমাবেশ

 

দৃষ্টি নিউজ:


মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে কালিহাতীতে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা ইমাম ও মোয়াজ্জেম সমিতি, কালিহাতী প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশন। বুধবার(২০ সেপ্টেম্বর) সকালে কালিহাতী বাসস্ট্যান্ড চত্তর থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিহাতী বাসস্ট্যান্ড চত্তরে এসে শেষ হয়। গণমিছিলের আগে কালিহাতী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মওলানা মো. আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে উল্লেখিত দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারি, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, উপজেলা আ’লীগ নেতা আসলাম সিদ্দিকী ভূট্টো, বামাকা কালিহাতী উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম সিদ্দিকী রাঙা, কালিহাতী ইমাম ও মোয়াজ্জেম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী(নাগবাড়ী), কদমতলী মাদ্রাসায়ে দারুল উলুম কারিমিয়ার পরিচালক মাওলানা রেজাউল করিম, কালিহাতী ইমাম ও মোয়াজ্জেম সমিতির সহ-সভাপতি মাওলানা মামুনুল রশিদ রব্বানী । সমাবেশ পরিচালনা করেন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম।
এসময় কালিহাতী প্রেসক্লাবের সদস্য, কালিহাতী কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার সদস্য, কালিহাতী আরএস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno