আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৬:৫১

সখীপুরে মোবাইল ব্যবহার করতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের সখীপুরে মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করায় মায়ের সাথে অভিমান করে তানিয়া আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার(১১ আগস্ট) রাতে উপজেলার কালমেঘা চৌরাস্তা দানীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানিয়া ওই গ্রামের প্রবাসী আমিনুর রহমানের মেয়ে এবং বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মায়ের সাথে অভিমান করে ঘরে থাকা এক বোতল কীটনাশক (বিষ) পান করে তানিয়া। গুরুতর অসুস্থ্য অবস্থায় রাতে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno