আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৬:৪৬

রেমিট্যান্স যোদ্ধার সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে রেমিট্যান্স যোদ্ধার সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ হয়েছে। শনিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে ওই চেক বিতরণ করা হয়।


জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের পরিচালক (যুগ্ম-সচিব) শোয়াইব আহমাদ খান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল হাসান, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম প্রমুখ।


টাঙ্গাইল জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় আয়োজিত ওই অনুষ্ঠানে রেমিট্যান্স যোদ্ধার চার জন প্রতিবন্ধী সন্তানকে ১২ হাজার টাকা করে, ২১ জন এসএসসি পরীক্ষার্থী ও ১৭ জন এইচএসসি পরীক্ষার্থীর মাঝে ২৭ হাজার ৫০০ টাকা হারে চেক বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno