আজ- ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  দুপুর ১২:৩৯

সখীপুরে দুই মাদক ব্যবসায়ীর দন্ড

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা ও হাতিবান্ধা এলাকার দুই গাঁজা বিক্রেতাকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার(১১ অক্টোবর) বিকালে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই দন্ড দেন।
এরআগে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলী হায়দার রাসেল, পরিদর্শক(ভারপ্রাপ্ত) আব্দুল জলিল, ডিএনসি ও পুলিশের সদস্য সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত তক্তারচালা বাজার, হাতিবান্ধা পূর্বপাড়া ও দাড়িয়াপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ১৬ কেজি ২৫০ গ্রাম গাঁজা সহ দাড়িয়াপুরের আব্দুস সালাম ও জরিনা বেগমকে আটক করে। এ সময় গাঁজা সেবনের অভিযোগে হাতিবান্ধা গ্রামের পরীক্ষিত সরকারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত আব্দুস সালাম ও জরিনা বেগমকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno