আজ- ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ১১:৫৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের উদ্যোগে মঙ্গলবার(২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
‘Pharmacists are Your Medicine Experts’ স্লোগানে অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০০৯ সালে ইস্তাম্বুলে International pharmaceuticals Federation ( FIP) ‘World Pharmacist Day’ পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর থেকে প্রতি বছর ২৫ সেপ্টেম্বর ‘World Pharmacist Day’ উদযাপিত হচ্ছে। প্রতিবছর ( FIP) একটি করে থিম/স্লোগান ঠিক করে যা বিশ্বব্যাপী উদযাপন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno