আজ- ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৮:১৪

অগ্নিকাণ্ডে ২২ দোকান ভস্মিভুত হয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের নাগরপুরের একটি বাজারে আগুন লেগে ২২টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার সহবতপুর বাজারে ঘটনাটি ঘটে।


সহবতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিসুর রহমান জানান, সহবতপুর বাজারে শুক্রবার দিনগত রাতে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২২টি দোকান ঘর পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।


সহবতপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুয়েল মিঞা জানান, আগুনে তাদের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মেহেদি হাসান জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু জানান, যেসব ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে তাদের সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno