আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১২:৩৩

করোনার টিকা নেওয়ায় ডা. মুবীনকে ফুলেল শুভেচ্ছা

 

দৃষ্টি নিউজ:

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের লিভার বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহমেদ লুৎফুল মুবীন চিকিৎসকদের মধ্যে প্রথম করোনার প্রতিষেধক(টিকা) নেওয়ায় টাঙ্গাইলের এশিয়া হসপিটালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার(২৯ জানুয়ারি) সকালে এশিয়া হসপিটালের পক্ষ থেকে ডা. আহমেদ লুৎফুল মুবীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় অধ্যাপক ডা. আইয়ুব আলী, সহযোগী অধ্যাপক কেএম মামুন মোর্শেদ, ডা. শফিকুর রহমান খান লিটন, এশিয়া হসপিটালের চেয়ারম্যান খন্দকার মফিজুল হক তিতু,

ব্যবস্থ্যাপনা পরিচালক মো. মোশারফ হোসেন সিদ্দিকী ঝিন্টু, পরিচালক হাজী রিপন দেওয়ান সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (২৭ জানুয়ারি) বিকালে গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে প্রথম ৫ জনের ওপর টিকার প্রয়োগ সরাসরি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।

এসময় দেশে প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তা, লিভার বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহমেদ লুৎফুল মুবীন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের সদস্য

দিদারুল ইসলাম এবং সেনাবাহিনীর কমকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। এর মধ্য দিয়ে সারা দেশে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno