আজ- ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৩:৫৭

কালিহাতীতে জনসমাগম রুখতে ভ্রাম্যমান আদালতের অভিযান

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কস্তুরিপাড়া, ভিয়াইল, পারখী, বর্গা, আউলিয়াবাদ ও বল্লা বাজার এ ৬টি হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় ও জনসমাগম রুখতে শনিবার(৪ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালায়।

অভিযানে আউলিয়াবাদ বাজারে সামাজিক দূরত্ব না মেনে হাট বসিয়ে জনসমাগম করায় ইজারাদার সাবেক ইউপি সদস্য শামসুল হককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া সরকারি নির্দেশ অমান্য করে অযথা ঘোরাঘুরি ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে তিনজনকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা জানান, উপজেলার সকল হাটের ইজারাদার এবং বাজার মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকদের সক্রিয়ভাবে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno